জন্মদিনে কী করছেন জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

ছোট পর্দা থেকে চলচ্চিত্র জগতে অভিষেক জয়া আহসানের। ঢালিউড থেকে টালিউড হয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। 

তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে অনেকগুলো প্রশংসিত সিনেমা। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতে তিনবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত 'ফেরেশতে' সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি ইরানের জাতীয় পুরস্কার পেয়েছে।

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আজ মঙ্গলবার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন কীভাবে উদযাপন করছেন তিনি, তা নিয়ে জিজ্ঞাসা অনেকেরই।

খোঁজ নিয়ে জানা গেল, বিশেষ দিনটিতেও শুটিংয়ে ব্যস্ত তিনি। তবে দেশে নয়, দেশের বাইরে চলছে শুটিং। 

দীর্ঘ দিন পর ঢাকায় তার অভিনীত দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পেয়েছে এবারের ঈদুল আজহায়। একটি পারবারিক গল্পের সিনেমা 'উৎসব', অপরটি 'তাণ্ডব'। 'তাণ্ডব' সিনেমায়  শাকিব খানের বিপরীতে অনেকবছর পর পর্দায় ফিরেছেন তিনি।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

'তাণ্ডব' সিনেমায় সাংবাদিক সায়রা হিসেবে দারুণ অভিনয় করেছেন জয়া, যা কিনা একবাক্যে সবাই স্বীকার করছেন। 'উৎসব' সিনেমায় জয়ার কাজ সবার দৃষ্টি কেড়েছে। 

চলতি বছর ওয়েবসিরিজ 'জিম্মি'তে অভিনয় করেও জয়া দর্শকদের ভালোবাসা পেয়েছেন। 'বাগান বিলাস' নামের একটি মিউজিক্যাল ফিল্মেও এ বছর অভিনয় করেছেন। বছরটি যেন জয়ার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।

মাঝের কয়েকটি বছর কলকাতায় বেশি সিনেমা করেছেন জয়া আহসান।

'আবর্ত' সিনেমা দিয়ে টালিগঞ্জে নাম লেখান প্রায় এক যুগ আগে। কলকাতার দর্শকদের কাছে 'আবর্ত' সিনেমা খুবই জনপ্রিয় হয়, প্রশংসায় ভাসায় জয়া আহসানকে। সেই থেকে টালিগঞ্জে তার পথচলা।

'বিসর্জন' সিনেমা দিয়ে জয়া জয় করেছেন অসংখ্য মানুষের মন। 

'অর্ধাঙ্গিনী' সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করে কলকাতার মানুষের হৃদয়ে জায়গা করে  নেন। 

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' সিনেমায় তিনি 'কুসুম' চরিত্রে অভিনয় করেছেন। প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও 'পুতুল নাচের ইতিকথা' আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং প্রশংসা পেয়েছে।

কাজ করেছেন বলিউডেও। 'কড়ক সিং' দিয়ে হিন্দি চলচ্চিত্রে জয়া নাম লিখিয়েছেন আরও আগেই।

ভারতে জয়ার তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জয় বাংলাদেশি কোনো তারকা অভিনেত্রী  হিসেবে রেকর্ড।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে সন্ধ্যায় জয়া আহসানকে ফোন করা হলে তিনি জানান, কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটির নাম 'আজও অর্ধাঙ্গিনী'।

জন্মদিন কেমন কাটছে জানতে চাইলে তিনি বলেন, 'কলকাতায় এই প্রথম জন্মদিন কাটাচ্ছি। খুবই উপভোগ করছি। গতরাত থেকেই জন্মদিনের আমেজে আছি।'

'তবে, আজকের দিনেও শুটিং করতে হয়েছে। সারাদিন শুটিং করেছি। এর মধ্যে কেকও কাটা হয়েছে। ইউনিট থেকে আয়োজন করেছিল। দিনভর ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা তো পাচ্ছিই,' বলেন তিনি।

কলকাতায় চলতি মাসেই মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা'। এই সিনেমার প্রচারণা ও নতুন সিনেমার শুটিং—দুই জায়গাতেই সময় দিচ্ছেন তিনি।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago