বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি নয়: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দায়িত্ব নেওয়ার পরেও এই সমস্যা কাটেনি। তিনি গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে দায়িত্বে আসেন। তবে সম্প্রতি পারফরম্যান্সে ভাটা পড়ার পাশাপাশি উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগও।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগের দিন কলম্বোতে সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন সালাহউদ্দিন। পক্ষপাতিত্বের অভিযোগ ও কোচিং ভূমিকায় সম্ভাব্য দ্বন্দ্ব প্রসঙ্গে তার বক্তব্য ছিল একেবারে স্পষ্ট ও দৃঢ়, 'আমি একজন কোচ... বাংলাদেশ দল তো আমার বাপ-দাদার সম্পত্তি নয়।'

সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন ব্যাটিং কোচ খুঁজছে। আজকের সংবাদ সম্মেলনে সালাহউদ্দিনকে প্রশ্ন করা হয়, বর্তমানে তিনি যেহেতু ব্যাটিং দিকটা দেখছেন, সেখানে নতুন কোচ এলে ভূমিকার সংঘর্ষ হবে কি না।

উত্তরে সালাহউদ্দিন বলেন, 'দেখুন আমি কোচ। আমাকে যদি আপনি কালকে বলেন যে, সালাহউদ্দিন তুমি অনূর্ধ্ব-১৩ তে গিয়ে কোচিং করাও, আমি কিছু মনে করব না। আমার এখানে ট্যাগ লেখা নেই যে, আমি কোচ শুধু জাতীয় দলেরই। সুতরাং এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যা নেই, কোনো কিছু্ও নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, যদি ভালো কেউ আসে, এটা যদি দলের জন্য ভালো হয়…।'

'দেখুন এই বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে, পারফর্ম যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই। এটা, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। আমি কি দলের জন্য আমার শতভাগ দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়,' যোগ করেন এই কোচ।

পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন বলেন, 'আজকে ধরেন ২৭-২৮ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি, কি বলে? কি যেন বলছে? আপনারা যেমন বলেন যে, টিমে অনেক অভিযোগ! কিন্তু অভিযোগগুলো আপনারা যদি লিখে দিতেন ভালো হইতো। বলে দিলেন পাবলিকে, আপনি একটা কাউকে একটা বলে দিলেন, সেটা কিন্তু আসলে…'

 'আপনাকে তো প্রমাণ দিতে হবে। ঠিক না? আপনি প্রমাণ দিলে সেটা ওই কোচের জন্যও ভালো হইতো যে না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরবো। কিন্তু আপনি একটু লিখে দিতে পারেন না! কিন্তু আমি জানি আমি কি। আমি আমার জায়গায় শতভাগ সৎ কিনা? আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হই, তাহলে আমাকে বোর্ড সরায়ে দিবে, কোনো সমস্যা নাই।

কিন্তু আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কখনো, আপনি কি জানেন কি লোকটা সৎ কি সৎ না? সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত আছি। অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো পড়ে যেতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করার আছে,' বলেন সালাহউদ্দিন।

দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা ও দেশের ইতিহাসে অন্যতম সফল দেশীয় কোচ সালাহউদ্দিন আরও বলেন, 'এখানে আমি নিজের ইচ্ছায়ও আসি নাই যে, আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো—এমন তো কিছু না। দলের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের সেরা যেটা মনে হবে; সেটা যদি সামান্য পরিমাণও কিছু পরিবর্তন করা যায়, তাহলে পরিবর্তন করার চেষ্টা করবো। কিন্তু এটাতে যদি খারাপ-ভালো বলি কেন?'

'আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই। টিম তো নিয়মিত হারছে। এর মধ্যে ফেভারিটিজম করে আমি কি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। আমরা তো এমন দল না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটারে খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলছি না। এখন তো আমি দলের একজন সদস্য হিসেবে চাইব দলটা যেন ভালো করে। এটাই। আপনাদের বুঝা উচিত আসলে কাকে কীভাবে লেখা হচ্ছে,' আরও বলেন এই কোচ।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago