বসুন্ধরা কিংসে এবার ব্রাজিলিয়ান কোচ ফারিয়াস

ছবি: সংগৃহীত

নতুন প্রধান কোচ বেছে নিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্লাবটির দায়িত্ব নেবেন ৫৮ বছর বয়সী সার্জিও ফারিয়াস। আশা করা হচ্ছে, এই ব্রাজিলিয়ান চলতি সপ্তাহেই ঢাকায় এসে পৌঁছাবেন।

সোমবার ফারিয়াসকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কিংস কর্তৃপক্ষ। তিন দশকের বেশি সময় ধরে ফুটবল কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি।

কিংস অ্যারেনায় ফারিয়াস স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতার। গত ২০২৩-২৪ মৌসুমে চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতলেও বিপিএলে তৃতীয় হয়েছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা। এরপর তিতার সঙ্গে চুক্তি নবায়ন করেনি দলটি।

ফারিয়াস সবশেষ ২০২৩-২৪ মৌসুমে কুয়েতি ক্লাব কাজমার দায়িত্বে ছিলেন। এর আগে নিজ দেশ ব্রাজিলের বয়সভিত্তিক জাতীয় দলগুলোর সঙ্গে কাজ করেন তিনি। তাছাড়া, কোচ হিসেবে দক্ষিণ কোরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশরসহ বিভিন্ন দেশের ক্লাবের ডাগআউটে তাকে দেখা গেছে।

আন্তর্জাতিক মঞ্চে ২০০১ সালে ফারিয়াসের অধীনে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ব্রাজিল। ক্লাব পর্যায়ে সেরা সাফল্য তিনি উপভোগ করেছেন পোহাং স্টিলার্সের হয়ে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০০৯ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল দক্ষিণ কোরিয়ান ক্লাবটি।

বসুন্ধরার হয়ে ফারিয়াসের প্রথম অ্যাসাইনমেন্ট হলো এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ। আগামী ১২ আগস্ট কাতারের মাটিতে সিরিয়ান ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে কিংসরা।

প্লে-অফ ম্যাচের জয়ী দল পাবে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের টিকিট। এটি এশিয়া মহাদেশের তৃতীয় স্তরের (এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের পর) ক্লাব টুর্নামেন্ট। আগে পরিচিত ছিল এএফসি প্রেসিডেন্টস কাপ নামে।

এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে আগামী রোববার থেকে অনুশীলন শুরু করবে বসুন্ধরা। দেশি-বিদেশি নতুন ফুটবলারদের নিয়ে দলটিকে ঢেলে সাজানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন তিনি। কারণ, আসন্ন ২০২৫-২৬ মৌসুমের জন্য দলবদলের সময়সীমা আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago