পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার হাসান শিকদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে বিএনপি নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

গ্রেপ্তার হাসান শিকদার (৩৫) কালিশুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু শিকদারের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার রাতে কালিশুরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাসান শিকদার সম্প্রতি কালিশুরী বাজারের একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এর প্রতিবাদ করায় গ্রাম পুলিশের এক সদস্যকে মারধরও করেন তিনি। এ ছাড়া, স্থানীয় ব্যবসায়ী শাহিন শিকদারের নতুন দোকান ঘর নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন হাসান। এ বিষয়ে ভুক্তভোগীরা বাউফল সেনা ক্যাম্পে অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, 'দোকান নির্মাণ নিয়ে বিরোধের ঘটনায় হাসান শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ তাকে আদালতের তুলতে পটুয়াখালীতে নেওয়া হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago