এশিয়া কাপেও নেই বাবর-রিজওয়ান

অনেক দিন থেকেই টি-টোয়েন্টি সংস্করণে সুযোগ পাচ্ছেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ধারণা করা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডে রাখা হবে তাদের। স্থানীয় সংবাদমাধ্যমে এমন গুঞ্জনও ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ ব্যাটার। তরুণদের নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছে পাকিস্তান।

শনিবার এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে বসবে এশিয়ার সেরা হওয়ার আসর। গ্রুপ 'এ'-তে পাকিস্তানের সঙ্গী ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ, যাদের ওপর ভরসা রাখতে চাইছে পিসিবি। অধিনায়কত্বের আর্মব্যান্ড রয়েছে সালমান আলি আগার হাতেই। অভিজ্ঞতা যোগাচ্ছেন ফখর জামান, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। উইকেটের পেছনে থাকবেন মোহাম্মদ হারিস। আক্রমণে বাড়তি ভরসা দিতে আছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবরবিহীন পাকিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ সেপ্টেম্বর লড়বে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এশিয়া কাপে নামার আগে আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেটিই হবে তরুণভিত্তিক নতুন দলের জন্য বড় পরীক্ষা ও প্রস্তুতির মঞ্চ।

গত দুই আসরে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ২০২২ সালের টি–টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে পৌঁছেও শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। ২০২৩ সালের ওয়ানডে সংস্করণে সুপার ফোরের দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। তাই এবার নতুন রূপে নিজেদের পুনর্গঠিত করার লক্ষ্য নিয়েই আসরে নামছে দলটি।

এশিয়া কাপ ২০২৫–এর জন্য পাকিস্তান স্কোয়াড

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মোকিম।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

3h ago