প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: টিভি থেকে নেওয়া

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

১৪ দিনের সফরে আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশে রওনা দেবেন। সফর শেষে ফিরবেন ৮ সেপ্টেম্বর। 

অফিস আদেশে বলা হয়, সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন। 

সিইসির সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার জাপানে যান সেখানকার প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য। ২৩ আগস্ট তার দেশে ফেরার কথা।

গত ১৫ জুলাই ইসি জানিয়েছিল, নয়টি দেশের ৪৮ হাজার ৮০ জন বাংলাদেশি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

বর্তমানে ৯টি দেশের ১৬টি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম চলছে। এগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

২০১৯ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদেশে এনআইডি দেওয়ার প্রকল্প শুরু করে।

বাংলাদেশি প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন প্রথম চালু হয় যুক্তরাজ্যে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি।

Comments