সালাহর বিশ্বকাপ স্বপ্ন 'শঙ্কায় ফেলে' রামোসের শুভকামনা

ramos-salah
রামোসের ট্যাকেলে এভাবেই পড়ে চোট পান সালাহ। ছবি : এএফপি

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে মারাত্মকভাবেই আহত হন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। শঙ্কায় তার বিশ্বকাপ স্বপ্ন। তবে তাকে শুভ কামনা জানাতে ভুল করেননি রিয়াল অধিনায়ক। সালাহর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন রামোস।

কিয়েভে শনিবার রাতটা ছিলো শুধুই রিয়াল মাদ্রিদের। টানা তৃতীয় শিরোপা জয়ের অনন্য রেকর্ড স্পর্শ করেছে তারা। তবে ফুটবল ভক্তদের চাওয়াটা পূর্ণ হয়নি। হালের নতুন তারকা সালাহর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথটা দেখার জন্য তাকিয়ে ছিলো তারা। ম্যাচের পুরোটা সময় মাঠে থাকতে পারেননি সালাহ। অনাকাঙ্ক্ষিত চোটে প্রথমার্ধ শেষ না হতেই মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচের বয়স তখন মাত্র ২৯ মিনিট। বল ছিলো রিয়ালের অর্ধে। উড়ে আসা বলের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন সালাহ। পাশে থাকা রামোস তাকে ট্যাকেল করতে যান। এক পর্যায়ে সালাহর হাত ধরে টেনে ধরেন তিনি। শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান রামোস। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সালাহও। এতেই গুরুতর ভাবে আহত হন সালাহ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাহর চোট মারাত্মক বলেই আশংকা করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। মিশরীয় ফুটবল ফেডারেশন কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন। সেক্ষেত্রে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে মাঠে ফিরতে। আর ছিরে গেলে বিশ্বকাপই শেষ হয়ে যাবে সালাহর।

ফলে লিভারপুলের দুঃস্বপ্নের রাতে যতটা দুঃখ পেয়েছে তাদের সমর্থকরা, তার চেয়ে কোন অংশে কোন পায়নি মিশরীয়রা। কারণ মিশরের সেরা তারকাই যে সালাহ। তার হাত ধরেই ২৮ বছর পর আবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে ফারাওরা। বিশ্বকাপেও তাকে ঘিরেই স্বপ্নটা দেখছিলো দলটি।

মিশরীয়রা সালাহর চোটের জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রামোসকে। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝর বয়ে যাচ্ছে। তবে ফুটবল বোদ্ধারা দুর্ঘটনা হিসেবেই মানছেন সে ঘটনাকে। পেশাদার ফুটবলে এমন ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন রামোসও। নিজের টুইটেও এমনটাই বলেন তিনি।

নিজের ব্যক্তিগত টুইটারে স্প্যানিশ ও ইংরেজি দুই ভাষাতেই টুইট করেন রামোস, ‘ফুটবল তোমাকে সুন্দরতম অভিজ্ঞতা উপহার দেবে, কখনো তিক্ত। প্রথমত আমরা সঙ্গী। দ্রুত সেরে ওঠো সালাহ। ভবিষ্যৎ তোমার অপেক্ষায় রয়েছে। ফুটবল কখনো তোমাকে ভালো দিক দেখাবে, কখনো খারাপও। সবার উপরে, আমরা পেশাদার সহকর্মী।’

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

2h ago