রিয়ালে জিদানের উত্তরসূরি হচ্ছেন কে?

হুট করেই রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। এ ফরাসী কিংবদন্তির পদত্যাগের পরপরই ফুটবল পাড়ায় আলোচনা, কে হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ? ২০১৪ সালে জার্মানিকে শিরোপা এনে দেওয়া জোয়াকিম লোয়ের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। আছে আর্সেন ওয়েঙ্গার, মাউরিসিও পচেত্তিনো, ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রি, এন্টোনিও কন্তে ও গুতির নামও।
Zidane
পদত্যাগের ঘোষণা দিচ্ছেন জিদান। ছবি : রয়টার্স

হুট করেই রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। এ ফরাসী কিংবদন্তির পদত্যাগের পরপরই ফুটবল পাড়ায় আলোচনা, কে হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ? ২০১৪ সালে জার্মানিকে শিরোপা এনে দেওয়া জোয়াকিম লোয়ের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। আছে আর্সেন ওয়েঙ্গার, মাউরিসিও পচেত্তিনো, ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রি, এন্টোনিও কন্তে ও গুতির নামও।

২০১৬ সালে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন জিদান। মৌসুমের শেষ পথে দলের দায়িত্ব নিয়েই জিতেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। শুধু তাই নয় টানা তিনবারই এ শিরোপা নিজেদের কাছেই রেখেছেন জিদান। তিন মৌসুমে দলের হয়ে জিতেছেন মোট নয়টি ট্রফি। দারুণ সফল যাত্রা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের কথা জানান জিদান।

আর জিদানের পদত্যাগের পর পরই কে হচ্ছেন পরবর্তী মাদ্রিদ কোচ, এ নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা। স্প্যানিশ গণমাধ্যম বর্তমান জার্মান কোচ লোয়ের নামটাই জোরালো ভাবে জানাচ্ছে। বিশ্বকাপ শেষে জার্মানদের কোচ পদ আর থাকতে চাইছেন না লো। এছাড়াও রিয়ালের যুব দলের কোচ গুতিকেও রেখেছেন সম্ভাবনার তালিকায়।

রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ইংলিশ লিগের তিন কোচের নামও আছে। সদ্য সাবেক হওয়া আর্সেনালের ফরাসী কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো ও চেলসির ইতালিয়ান কোচ এন্টোনিও কন্তের নাম উঠেছে। তাদের সঙ্গে সমান তালে শোনা যাচ্ছে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের ইতালিয়ান কোচ ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রির নামও।

 

Comments