মেসির দৃষ্টিতে বিশ্বকাপের পাঁচ ফেভারিট দল

messi
মস্কো বিমানবন্দরে মেসি। ছবি : রয়টার্স

শুরু থেকেই রাশিয়া বিশ্বকাপে ফেভারিটদের কাতারে নিজের দল আর্জেন্টিনাকে রাখতে নারাজ অধিনায়ক লিওনেল মেসি। তার মতে এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাঁচটি দলের। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন। তার সঙ্গে ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও বেলজিয়ামকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন দেখছেন এ বার্সেলোনা তারকা।

গত বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। তবে শিরোপা জিততে পারেনি। অতিরিক্ত সময়ে মারিও গোটজের দেওয়া গোলে হৃদয় ভাঙে তাদের। এরপর কোপা আমেরিকায় পর পর দুইবার ফাইনালে গিয়েও হারে দলটি। সব মিলিয়ে ৩২ বছর ধরে কোন শিরোপার মুখ দেখেনি আর্জেন্টাইনরা। তাই বিশ্বকাপে এবার ভালো কিছুই করতে চাইবে মেসির দল। কিন্তু নিজেদের সম্ভাবনা খুব কম দেখছেন মেসি।

ইংলিশ গণমাধ্যম স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে এবার বেশ কিছু আত্মবিশ্বাসী দল আছে যারা দলীয় এবং ব্যক্তিগতভাবে দারুণ শক্তিশালী। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, স্পেন এবং বেলজিয়াম। আর্জেন্টিনারও গত বিশ্বকাপে খেলা কিছু অভিজ্ঞ ও ভালো খেলোয়াড় আছে। এটা একটা দারুণ টুর্নামেন্ট হবে।’

এদিকে, বার্সেলোনায় ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে শনিবার রাতে রাশিয়ায় পৌঁছেছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপে এবার তাদের স্বপ্নটা অনেক বড়। কিন্তু দল রয়েছে নানা সমস্যায়। ইনজুরিতে দলের অন্যতম প্রধান খেলোয়াড় রোমেরো ও লানজিনি এর মধ্যেই ছিটকে পড়েছেন বিশ্বকাপ থেকে। ইনজুরিতে বানেগাও। তার উপর নানামুখী চাপে ইসরাইলের প্রস্তুতি ম্যাচও বাতিল করতে বাধ্য হয়েছে দলটি। ১

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের নব শক্তি আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ২২ জুন। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপার ঈগল নাইজেরিয়ার মোকাবেলা করবে দলটি।

 

 

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor office seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

19m ago