লায়নের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ‘বিশ্বকাপ ফাইনাল’

৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত-অস্ট্রেলিয়া। কার্যত দীর্ঘ পরিসরের বিশ্ব সেরা হওয়ার মঞ্চ এটি। এই ফাইনালের দুদিন আগে এই অফ স্পিনার জানালেন ফাইনাল ঘিরে তার তাড়নার কথা
Nathan Lyon
ছবি: সংগ্রহ

সাদা বলের ক্রিকেট খেলেন না। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই সুযোগ নেই ন্যাথান লায়নের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাই তার কাছে সত্যিকারের মহারণ। টেস্টে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম সেরা নায়ক জানালেন, এবার বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বুদ তিনি।

৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত-অস্ট্রেলিয়া। কার্যত দীর্ঘ পরিসরের বিশ্ব সেরা হওয়ার মঞ্চ এটি। এই ফাইনালের দুদিন আগে এই অফ স্পিনার জানালেন ফাইনাল ঘিরে তার তাড়নার কথা,  'আমার কাছে এটাই বিশ্বকাপ ফাইনাল। ২০১৯ সালের বিশ্বকাপ দলের অংশ হিসেবে বলতে পারি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। স্বপ্নটা তাই ছুটে গিয়েছিল। এবার আশা করি স্বপ্ন পূরণ হবে।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ধারাবাহিক পারফর্ম করে অজিরা। শীর্ষে থেকেই নিশ্চিত করে ফাইনাল। হোম-অ্যাওয়ে সিরিজে ধরে রাখে সাফল্য। সেই পথচলায় পুরো দলের ভূমিকা বড় করে দেখছেন তিনি, 'খেলোয়াড়, কোচ সবাই যেমন মানসিকতায়  বিভিন্ন রকম পরিস্থিতিতে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও ঘরের মাঠে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাতে পুরো দল নিয়ে আমি খুশি ও গর্বিত।'

ইংলিশ গ্রীষ্মে আসছে দুই মাসে ৬ টেস্ট খেলবেন লায়ন। তাতে ১৮ উইকেট পেলেই ইতিহাসের মাত্র ৮ম বোলার হিসেবে স্পর্শ করবেন ৫০০ উইকেটের মাইলফলক। এই রোমাঞ্চও ছুঁয়ে যাচ্ছে তাকে, 'এটা দারুণ ব্যাপার যখন আপনি অল্প কিছু নামের মধ্যে নিজেকে দেখবেন যারা কিনা টেস্টে ৫০০ উইকেট নিতে পেরেছে। যদিও আমি নিজেকে এরকম আলোচনায় রাখতে চাই না।'

৩৫ পেরুনো লায়ন কেবল ৫০০ উইকেটের মাইলফলকেই অবশ্য সন্তুষ্ট হচ্ছেন না। তার ধারণা এই সংখ্যা আরও বড় করে নিতে যথেষ্ট মুন্সিয়ানা তার ভেতর আছে, 'আমি এখনো মনে করি আমার মধ্যে যথেষ্ট ক্রিকেট অবশিষ্ট আছে। সামনের বছরগুলোতে আরও বড় লক্ষ্য আছে।'

Comments