এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

অন্তর্ভুক্ত হয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির।
ফাইল ছবি

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির। দুই বছর আগে শেষবার এই সংস্করণে খেলা অলরাউন্ডার ফাহিম আশরাফ ডাক পেয়েছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপের জন্য বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধান নির্বাচকের পদে ফেরার পর ইনজামাম-উল-হক প্রথমবারের মতো দল নির্বাচন করেছেন।

আগামী ২২ থেকে ২৬ অগাস্ট শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে রাখা হলেও তিনি সুযোগ পাননি এশিয়া কাপে।

বাঁহাতি ব্যাটার শান মাসুদ বাদ পড়েছেন সাম্প্রতিক ম্যাচগুলোতে রান না পাওয়ায়। কনুইয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ডানহাতি পেসার ইহসানুল্লাহকেও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি।

ওয়ানডে সংস্করণের হাইব্রিড মডেলের এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ৩০ অগাস্ট। মুলতানে তাদের প্রতিপক্ষ নেপাল। 'এ' গ্রুপে দলটির আরেক প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। 'বি' গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের আসরের খেলাগুলো হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড:

আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যিব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডের সঙ্গে কেবল আফগানিস্তান সিরিজে খেলবেন:

সৌদ শাকিল।

Comments