কবে বাংলাদেশের হয়ে খেলবেন, জানালেন সাকিব

Shakib Al Hasan
ফাইল ছবি: একুশ তাপাদার/স্টার

সাকিব আল হাসানের কোন চোট সমস্যা নেই, অন্য কোন কারণেও তিনি ব্যস্ত ছিলেন না। তবু চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ তাকে দলে দেখা যায়নি। আবার কবে তাকে দেখা যাবে তাও পরিষ্কার নয়। তবে এই ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

গত ভারত সিরিজের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানান সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় তিনি বর্তমান ক্ষমতাসীনদের রোষানলে। তার পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থানের মাঝে তাকে দেশে আসতে মানা করে দেয় অন্তর্বর্তী সরকার। ফলে টেস্টে মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি তার।

টি-টোয়েন্টি, টেস্টের শেষ ধরে নিলেন ওয়ানডে এখনো বাকি। যে সংস্করণ থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নিতে চান সাকিব। তবে তাকে বাংলাদেশের হয়ে ওয়ানডেও খেলতে না দেখায় সংশয় এখানেও থাকছে। 

বৃহস্পতিবার আবুধাবি টি-টেন আসর শুরুর আগে গণমাধ্যমের সামনে আসেন বাংলা টাইগার্সের সাকিব। আবার কবে আপনাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে এই প্রশ্নে বলেন, 'এই টুর্নামেন্টের পরে দেখা যাবে।'

বাংলাদেশের পরের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট কিটসে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। সেই সিরিজে সাকিবকে দেখা যেতে পারে। তবে সেটাও হয়ত নির্ভর করছে নানান হিসাব নিকাশের উপর।

ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থামাবেন, সেখানে খেলা কতটা নিশ্চিত, সেটা নিয়ে কী ভাবনা...এমন প্রশ্নও করা হয়েছিলো। সাকিব এই প্রশ্ন অবশ্য পাশ কাটিয়ে যান,  'এখন এই টুর্নামেন্ট (আবুধাবি টি-টেন) নিয়ে পুরো ফোকাস করছি আমি।'

Comments

The Daily Star  | English

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

46m ago