পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি প্রকাশ

আগের দিনই জানা গিয়েছিল পাঁচ নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। তবে কবে, কখন ম্যাচগুলো হবে তা জানানো হয়নি। বুধবার বহুল প্রত্যাশিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজের পরিমার্জিত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই রোমাঞ্চকর সিরিজটি অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। ভেন্যুর বিষয়টি অবশ্য আগের দিনই জানানো হয়েছিল। তবে ২৮ মে থেকে শুরু হবে এই সিরিজ, একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।

এই সিরিজকে সামনে রেখে আগামী ২৫ মে লাহোর পৌঁছাবে বাংলাদেশ দল। মাঠের প্রস্তুতি নিশ্চিত করতে ২৬ ও ২৭ মে দুই দিন সেখানে অনুশীলন করবে টাইগাররা। গাদ্দাফি স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশে অনুষ্ঠিত এই সিরিজ দর্শকদের উচ্চমানের উত্তেজনাপূর্ণ ক্রিকেট উপহার দেবে বলে প্রত্যাশা করছে পিসিবি।
গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে লম্বা বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দুই পক্ষের মধ্যকার বৈঠক ফলপ্রসূ হওয়ায় সিরিজটি আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: বুধবার, ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি: শুক্রবার, ৩০ মে
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: রবিবার, ১ জুন
Comments