বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি দেখবেন যেভাবে

পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ মে ও ১ জুন। সবগুলো খেলার ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
কীভাবে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা সরাসরি দেখবেন এই সিরিজ? মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে অসিফিয়াল ব্রডকাস্টারদের তালিকা।
বাংলাদেশে সিরিজটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডও দেখাবে খেলাগুলো। অন্যদিকে, পাকিস্তানের দুটি চ্যানেল টেন স্পোর্টস ও এ স্পোর্টসের মাধ্যমে ব্যাট-বলের লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এছাড়া, এই সিরিজ সম্প্রচার করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, যুক্তরাজ্যে এআরআই, আফ্রিকায় সুপার স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো টিভি ও শ্রীলঙ্কায় ডায়লগ।
সিরিজটির জন্য পাঁচ সদস্যের ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার আমির সোহেল, রমিজ রাজা ও বাজিদ খানের সঙ্গে আছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আতহার আলী খান। আরেকজন হলেন অস্ট্রেলিয়ার সাবেক ঘরোয়া ক্রিকেটার মাইক হেইসম্যান।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটি ষষ্ঠ দ্বিপাক্ষিক সিরিজ। আগের পাঁচটির চারটিতেই জিতেছে পাকিস্তান, একটিতে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায়।
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি জিততে পারেনি বাংলাদেশ। চারবারের দেখায় তিনটিতে জিতেছে পাকিস্তান, বাকিটি পুরোপুরি ভেসে গেছে বৃষ্টিতে।
Comments