ফলাফল নয়, ভালো ক্রিকেটে চোখ লিটনের

ছবি: এএফপি

অপেক্ষাকৃত দুর্বল দল আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবির পর বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। যেখানে তারা খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই সিরিজের ফলাফল নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক লিটন দাস। নিজের প্রক্রিয়া ঠিক রেখে ভালো ক্রিকেট খেলতে চান বলেই জানান এই উইকেটরক্ষক-ব্যাটার।

লাহোরে আগামীকাল বুধবার সন্ধ্যায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচের আগে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন লিটন। সেখানেই নিজের লক্ষ্যর কথা জানিয়ে বলেন, 'সিরিজের প্রত্যাশা আমার একটাই যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।'

'আমরা কীভাবে উন্নতি করছি, উন্নতি মানে সব ম্যাচেই ফলাফল না। ফলাফল অনেক সময় আপনার দিকে আসবে না। কিন্তু কীভাবে ক্রিকেট খেলছেন এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, যদি আমাদের প্রক্রিয়া ঠিক রেখে ক্রিকেট খেলতে পারি। তাহলে সফল হওয়ার ফলাফলটা বেশি থাকবে,' যোগ করেন তিনি।

আরব আমিরাতে সিরিজ হারের পর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন টাইগাররা। লিটন অবশ্য এসবকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন, 'আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নরমাল জিনিস। তবে আমাদের সবারই চেষ্টা থাকে, ভালো ক্রিকেট কীভাবে খেলতে পারি এবং আমরা জানি কোথায় কী ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয়, আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। ভালো ম্যাচ উপভোগ করব।'

নিজেদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনাই মূল চ্যালেঞ্জ বলে জানান অধিনায়ক, 'আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি...কীভাবে ধারাবাহিক হওয়া যায়।'

'প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়। আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি,' যোগ করেন লিটন।

এদিকে, ব্যাট হাতে নিজের সময়টাও ভালো যাচ্ছে না লিটনের। দলের সাফল্যের জন্য নিজেকেও ধারাবাহিক করতে হবে বলে জানান তিনি, 'দলে আমার ব্যাটিংয়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আমিও জানি সেটা। আমি চেষ্টা করব আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দলে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা কয়েকজন ব্যাটার আছে। টি-টোয়েন্টি আমার কাছে মনে হয় এটা সিঙ্গেল হ্যান্ডের খেলা। আমরা দল হিসেবে যদি ব্যাটিং বিভাগ ভালো করতে পারি। তাহলে ফলাফল আমাদের দিকে আসার সুযোগ আছে।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago