টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মিরাজ ও ইবাদত

গলের পর কলম্বোতেও মহাগুরুত্বপূর্ণ টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবারও কোনো দ্বিধা না করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। অসুস্থতা থেকে সেরে উঠে এই টেস্টে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ফিরে আসায় আগের দিনই মধুর সমস্যার কথা জানিয়েছিল বাংলাদেশ। কারণ গল টেস্টে দারুণ বোলিং করেছিলেন তার পরিবর্তে সুযোগ পাওয়া নাঈম হাসান। কলম্বোতে আছেন এই অফস্পিনারও। ফলে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক।

অন্যদিকে চোটের কারণে নেই আগের টেস্টে দারুণ বোলিং করা হাসান মাহমুদ। ফলে সুযোগ পেয়ে গেছেন চোট কাটিয়ে ফেরা ইবাদত হোসেন। দুই বছর পর টেস্ট খেলতে নামছেন তিনি। সবশেষ ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। 

শ্রীলঙ্কা দলে দুটি অনুমিত পরিবর্তনই হয়েছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চোটে পড়া মিলান রত্নায়েকের জায়গায় ঢুকেছেন সোনাল দানুশা ও বিশ্ব ফার্নান্ডো। 

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন এবং নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, সোনাল দানুশা, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো এবং আসিতা ফার্নান্ডো।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

1h ago