পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নিবে সিরাজ: স্টেইন

ভারতের মূল পেসার জাসপ্রিত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে বেছে বেছে টেস্ট খেলছেন। প্রথম চার টেস্টের মধ্যে তিনি খেলেছেন তিনটি, শেষ টেস্টেও তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে মোহাম্মদ সিরাজের নেই বিশ্রাম। টানা পঞ্চম টেস্ট খেলতে যাচ্ছেন ডানহাতি পেসার। ভালো-মন্দয় মেশানো সিরিজে ওভালে সিরাজ নিজের সেরাটা দিবেন বলে মনে করেন সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন।
এজবাস্টনে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন সিরাজ। দুই ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। লর্ডসেও সিরাজ ছিলেন জুতসই। যদিও ম্যানচেস্টারে গত টেস্ট ভালো কাটেনি। এবার ওভালে পঞ্চম ও শেষ টেস্টে সিরাজ এজবাস্টনের স্মৃতি ফেরাবেন বলে মনে করেন স্টেইন, তিনি সরাসরি লিখেছেন, 'সিরাজ পঞ্চম টেস্টে পাঁচ উইকেট নিবে।'
Siraj to take a fifer in 5th Test.
— Dale Steyn (@DaleSteyn62) July 30, 2025
প্রোটিয়া সাবেক তারকার বিশ্বাস সিরাজের পারফরম্যান্সই ভারতকে সিরিজ নির্ধারনী ম্যাচে এনে দেবে সাফল্য।
ইংল্যান্ড সফরের আগেই বুমরাহ তিন টেস্ট খেলবেন বলে ঠিক হয়েছিলো। চারটির মধ্যে ইতোমধ্যে তিনটা খেলে ফেলায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট তার বাইরে থাকার কথা। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনো বুমহারহকে খেলানোর ভাবনা থেকেও সরেনি।
চোট থেকে ফিরে সতর্ক হয়ে খেলা বুমরাহ ড্র হওয়া চতুর্থ টেস্ট ম্যাচে সেরা ছন্দে ছিলেন না, তার গতিও কমে গিয়েছিলো।
এদিকে বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের ভার সামাল দিচ্ছেন সিরাজ, টানা খেলে দেখাচ্ছেন কাজের চাপ কতটা নেয়া যায়। তারচেয়ে টানা টেস্ট খেলেননি আর কোন ভারতীয় পেসার।
সিরাজের ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে, কিন্তু গত পাঁচ বছর ধরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও ৩০-এর বেশি গড় থাকার কারণে তিনি সমালোচিত হয়েছেন। তা সত্ত্বেও, যখন সিরাজকে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে বলা হয়। কারণ বুমরাহ না খেলা টেস্টে তার রেকর্ড দারুণ: বুমরাহ ছাড়া তার ক্যারিয়ারের ১৫ ম্যাচে সিরাজের গড় ২৫.২০, যা ইঙ্গিত দেয় মূল ভূমিকায় এলে ভীষণ কার্যকর হন তিনি।
Comments