বিশ্বকাপ বাছাইয়ে রদ্রিগোর গোলে জয়ে ফিরল ব্রাজিল
বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ না জেতা ব্রাজিল অবশেষে পেল জয়ের দেখা। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছে তারা।
শনিবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় পাঁচ বারের রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০ মিনিটে গোলটি করেন রদ্রিগো।
বিশ্বকাপ বাছাইয়ে নড়বড়ে অবস্থার পর কোপা আমেরিকা খেলতে গিয়েও হতাশ করেছিল দলটি। কোয়ার্টার ফাইনালে উঠেছিল এক জয় নিয়ে, কোয়ার্টার ফাইনালে হেরে পরে বিদায় নিতে হয় তাদের।
১২ মিনিটেও গোল পেতে পারতেন রদ্রিগো। বক্সের অনেক দূর থেকে তার নেওয়া জোরালো ফ্রি-কিক কোনমতে ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক। ৩০ মিনিটে তাকে আর ঠেকাতে পারেননি ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস। বক্সের সামান্য বাইরে থেকে ফাঁকা জায়গা দেখে শট নিয়ে বল জালে জড়ান রদ্রিগো।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের চারে উঠল ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে এই অঞ্চল থেকে বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা।
Comments