প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরায় মরিনহো নিষিদ্ধ

ছবি: এএফপি/সংগৃহীত

বিতর্কের সঙ্গে জোসে মরিনহোর যেন বরাবরই দারুণ সখ্যতা! গত সপ্তাহে তুর্কি কাপের কোয়ার্টার ফাইনাল শেষে গালাতাসারাইয়ের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেছিলেন তিনি। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় সাজা মিলল তার।

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফেনারবাচের কোচের দায়িত্বে থাকা ৬২ বছর বয়সী মরিনহোকে। পাশাপাশি তাকে জরিমানা গুণতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ ডলার)। শনিবার এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) এসব নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'তিনটি অফিসিয়াল ম্যাচের জন্য ড্রেসিংরুম প্রবেশ করা এবং ডাগআউটে অবস্থান করা থেকে মরিনহোকে নিষিদ্ধ করা হলো।' এতে তুর্কি সুপার লিগে ত্রাবজনস্পোর, সিভাসস্পোর ও কেসেরিস্পোরের বিপক্ষে ফেনারবাচের পরের ম্যাচগুলো মিস করবেন পর্তুগিজ কোচ।

গত বুধবার ঘটনাবহুল ম্যাচে গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে তুর্কি কাপ থেকে বিদায় নেয় ফেনারবাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াইয়ে বাড়তি উত্তেজনা বরাবরই থাকে। সেদিন তা পৌঁছে গিয়েছিল একেবারে চূড়ায়! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামাতে হয়েছিল পুলিশ।

ম্যাচের শেষদিকে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গালাতাসারাইয়ের দুজন ও ফেনারবাচের একজনসহ মোট তিনজন দেখেন সরাসরি লাল কার্ড। ম্যাচের শেষ বাঁশির পরও উত্তেজনা বহাল ছিল।

ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে হাত মেলানোর পর যখন হেঁটে চলে যাচ্ছিলেন বুরুক, তখনই আচমকা দৌড়ে গিয়ে তার নাক চেপে ধরেন মরিনহো! ফুটবল মাঠে কোচদের মধ্যে বাদানুবাদের ঘটনা অহরহ ঘটলেও এমন দৃশ্য রীতিমতো বিরল। এরপর নাটকীয় কায়দায় দুহাতে মুখ ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন গালাতাসারাইয়ের কোচ।

কিছুদিন আগেও নিষেধাজ্ঞা পেয়েছিলেন মরিনহো। ফ্রেব্রুয়ারির শেষদিকে গালাতাসারাইয়ের বিপক্ষে সুপার লিগের ম্যাচের পর রেফারিদের কক্ষে ঢুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। সেবার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। একইসঙ্গে আর্থিক জরিমানা গুণতে হয়েছিল তাকে।

তুর্কি লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গালাতাসারাই। ২৮ ম্যাচে তাদের অর্জন ৭১ পয়েন্ট। ঠিক পরের অবস্থানেই আছে ফেনারবাচে। এক ম্যাচ কম খেলে তাদের নামের পাশে ৬৫ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

6h ago