‘আমরা খেলবো, বাঘের মতো খেলবো’

Rony Talukdar
দারুণ সময় পার করছেন রনি তালুকদার। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই বদলে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের শরীরী ভাষা। আগ্রাসী মনোভাব নিয়ে নেমে প্রতিপক্ষের উপর শুরুতেই চড়াও হচ্ছেন তারা। তাতে মিলছে সাফল্যও। ওপেনার রনি তালুকদার বলছেন, অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকেই এমন মানসিকতা পেয়েছেন তারা। সাকিবই সবাইকে বলছেন, 'আমরা খেলব, বাঘের মতো খেলব।'

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে কিছু বদল আনে বাংলাদেশ। খেলার ধরণেও আসে পরিবর্তন। সবাইকে অবাক করে দিয়ে জস বাটলারদের হারিয়ে দেয় ৩-০ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষেও দলকে পাওয়া গেছে একই তরিকায়।

নিজেরা বড় রান করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিয়ে দুই ম্যাচেই এসেছে অনায়াস জয়। সিরিজ নিশ্চিতের পর নির্ভার বাংলাদেশ দল বৃহস্পতিবার দিনটা পার করছে বিশ্রামে। দুপুরে টিম হোটেলে গণমাধ্যমে হাজির হয়ে রনি জানান সাকিবের বার্তার কথা,  'সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড় সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই অভিপ্রায় ও মন- মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর ডমিনেট করার চেষ্টা করে। এই জিনিসটাই উনার যে ডমিনেটিং চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যে আমরা খেলবো, বাঘের মতো খেলবো।'

'আমরা ডমিনেট করার চেষ্টা করবো। আমাদের ভয়ডর থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামবো। আমরা কখনো ব্যর্থ হতে পারি, আবার দেখা যায় সফল হবো; যদি আমরা এ জিনিসটা ক্যারি করতে পারি তাহলে সফলতার হার বাড়বে।' রনি জানান একই চিন্তা ভাবনা কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও।

দলের চাওয়া মেনে খেলছেন রনিও। ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরুতে অবদান রাখেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষেই খেলতে পেরেছেন বড় ইনিংস। প্রথম টি-টোয়েন্টিতে ২৪ বলে ফিফটির পর ৩৮ বলে করেন ৬৭ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ বলে রনি থামেন ৪৪ করে। লিটন দাসের সঙ্গে ঝড়ো শুরু এনে দিতে রাখেন ভূমিকা। রনি জানান, দল তাকে বিপিএলের খেলাটাই খেলতে বলেছিল, 'আমি পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাঠে নামি। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকা  দিয়েছে সেটা আমার খেলার ধরন দেখেই। বিপিএলে ওনারা আমার খেলা দেখছে, ইংল্যান্ড সিরিজের আগেও বলল, বিপিএলে যা করছো, সেম জিনিসটা এখানে করবা।'

Comments

The Daily Star  | English
HSBC Bangladesh's Financial Highlights

HSBC to wind down retail banking in Bangladesh

HSBC will start winding down its retail banking operations in Bangladesh in the second half of this year, with the gradual process expected to take six to eight months.

10h ago