চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারত-পাকিস্তান ম্যাচের আগে আলোচনায় রোহিতের অবসর গুঞ্জন

Rohit Sharma

তবে কি শেষবারের মতন পাকিস্তানের বিপক্ষে টস করতে নামবেন রোহিত শর্মা? হতে পারে এমনটি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রঙিন পোশাকে আর হয়ত ভারতের হয়ে খেলতে দেখা যাবে না এই ডানহাতি বিস্ফোরক ব্যাটারকে। রোহিত নিজে থেকে কোন ঘোষণা না দিলেও এমনটা হতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জ্রেকার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কুড়ি ওভারের সংস্করণ থেকে  বিরাট কোহলির পাশাপাশি বিদায় নেন রোহিতও। ৩৭ পেরুনো ব্যাটার বাকি দুই সংস্করণও খুব বেশি দিন চালিয়ে যাওয়ার বাস্তবতায় নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বৈশ্বিক ওয়ানডে আসর আছে আর ২০২৭ সালের বিশ্বকাপ। ততদিন পর্যন্ত রোহিত ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে মনে হচ্ছে না মাঞ্জ্রেকারের। ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় তেমনই মত দেন তিনি, আমার মনে হচ্ছে (এটাই শেষ আসর) যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে রোহিত শর্মা কি ২০২৭ বিশ্বকাপে থাকছে? আমার মনে হয় না। একদমই মনে হচ্ছে না। কাজেই এটাই হতে পারে তার শেষ কোন টুর্নামেন্ট।'

ভারতের শীর্ষ ক্রিকেটাররা বড় আসরের বাইরে দ্বি-পাক্ষিক সিরিজ খুব একটা খেলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে আর ওয়ানডে খেলতে না দেখলে অবাক হওয়ার কিছু নেই।

মাঞ্জ্রেকারের আশা রোহিত এবার মনখুলে নিজের খেলাটা খেলবেন, 'আমি আশা করে রোহিত মনখুলে খেলবে। তার শেষ খেলা হোক বা যাইহোক না কেন তার থেকে আরও কোয়ালিটি খেলা বাকি।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে রান তাড়ায় সেই আভাস পাওয়া গেছে। রান তাড়ায় ৩৬ বলে ৪২ করে তিনিই এনে দেন দারুণ শুরু। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও প্রশংসা পেয়েছিল রোহিতের খেলার ধরণ। আগ্রাসী ব্যাট করে দলের শুরুতে ভূমিকা রেখে গেছেন তিনি। মাঞ্জারেকারের মতে স্বার্থপর চিন্তা না করে রোহিতের এমন ধরণ মন কেড়েছিল সমর্থকদের, 'ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। মানুষ তার নিঃস্বার্থ মনোভাব পছন্দ করেছিল। সেঞ্চুরি করার সুযোগ থাকা সত্ত্বেও, তিনি দলের জন্য দ্রুত রান তুলে ভালো শুরু এনে দিয়েছিলেন, যাতে পরের ব্যাটসম্যানদের সুবিধা হয়।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

8h ago