কোহলির মাস্টারক্লাসের দিনে অনন্য রেকর্ড গড়লেন রোহিত

Rohit Sharma

ব্যাট হাতে আজ ঠিক ডানা মেলতে পারেননি রোহিত শর্মা। অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতকে ফাইনালে নিতে আরেকটি মাস্টারক্লাস ইনিংস খেলে নায়ক মূলত বিরাট কোহলি। তবে রান না পেলেও রোহিত গড়ে ফেললেন অনন্য রেকর্ড, সেটা অধিনায়কত্বের।

রোহিত শর্মাই ইতিহাসের প্রথম কোন অধিনায়ক যিনি কিনা তার দলকে চারটি ভিন্ন আইসিসি আসরে ফাইনালে নিলেন। তার অধীনে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে যায় এরপর। তবে ওই দুই ফাইনালই হেরেছিলো ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপাও উঁচিয়ে ধরেন রোহিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ভারত উঠল রোহিতের নেতৃত্বে। শিরোপা জিতলে রেকর্ডটা আরো উজ্জ্বল হবে।

২৬৫ রান তাড়ায় এদিন ভারতকে দারুণ জয় এনে দেন কোহলি। ৯৮ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। ৮৫.৭১ স্ট্রাইকরেট রেখেও বাউন্ডারি মেরেছেন কেবল ৫টি। কারণ বেশিরভাগ রান এনেছেন সিঙ্গেল ডাবলসে। ৫০টির বেশি সিঙ্গেল নিয়েছেন ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার।

ওপেন করতে নেমে দুবার জীবন পেয়ে ২৯ বলে ৩ চার, ১ ছক্কায় ২৮ করেন রোহিত। বড় ইনিংস খেলতে না পারলেও অধিনায়কত্বের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে আটকে রাখে তার দল। যাতে ৪৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মোহাম্মদ শামি। 

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

3h ago