চ্যাম্পিয়ন্স ট্রফি

আরেকটি রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি 

Virat Kohli and Sachin Tendulkar

শচিন টেন্ডুলকারকে আদর্শ মানেন বিরাট কোহলি। আদর্শকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতি কেমন, তা কোহলির চেয়ে ভালো জানা আছে আর কার! চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভেঙে নিজের করে নিলেন তিনি।

আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ভারতের কিংবদন্তি খেলেছেন মোট ৫৮টি ইনিংস। এর মধ্যে ২৩টি ছিল পঞ্চাশের চেয়ে বেশি রানের।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৪ রান তাড়ায় ৫৩ বলে ফিফটি পূর্ণ করেন ভারতের তারকা ব্যাটার কোহলি। তিনি টপকে টেন্ডুলকারকে। আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে ৫৩টি ইনিংসের মধ্যে ২৪টিতে পঞ্চাশের বেশি রান করলেন তিনি।

অজিদের বিপক্ষে ম্যাচে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির অন্তর্গত একটি রেকর্ডেরও মালিকানা পেয়ে গেছেন কোহলি। চলতি আসর শুরুর আগে এই টুর্নামেন্টে কোনো ব্যাটার সর্বোচ্চ ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পেরেছিলেন। রেকর্ডটি যৌথভাবে ছিল তিনজনের দখলে। তারা হলেন শিখর ধাওয়ান, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। তিনজনই আবার ভারতের। সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তাদেরকে পেছনে ফেলতে কোহলির লাগল ১৬ ম্যাচ।

টেন্ডুলকারের আরও একটি রেকর্ডে ভাগ বসিয়ে নিজের দখলে নেওয়ার পথে আছেন কোহলি। সব মিলিয়ে ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন যৌথভাবে তাদের দুজনের। ৬৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে টেন্ডুলকারের যেখানে লেগেছিল ২৩২ ইনিংস, সেখানে কোহলি মাত্র ১৫৯ ম্যাচ খেলেই তার পাশে বসলেন।

আইসিসি আয়োজিত ওয়ানডে টুর্নামেন্টে কোহলির ২৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে ১৭টি এসেছে ওয়ানডে বিশ্বকাপে। বিশ্বকাপে রেকর্ড গড়তে হলে তাকে আরও পাঁচটি ম্যাচে অন্তত ৫০ রান করতে হবে। কারণ, বিশ্বকাপে ২১টি ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪টি ইনিংসের মধ্যে তিনি পঞ্চাশোর্ধ্ব রান করতে পেরেছেন মাত্র দুবার।

সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার কমপক্ষে পঞ্চাশ রান করার কীর্তিও টেন্ডুলকারের। এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ ১৮ হাজারের বেশি রানের মালিকের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ১৪৫টি। এটি দ্বিতীয় স্থানে থাকা ব্যাটারের চেয়ে ২০টি বেশি। দ্বিতীয় স্থানে আছেন কে? ১২৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে কোহলিই!

টেন্ডুলকারের পিছু পিছু কোহলির ছুটে চলা? চলছে, চলবে!

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

2h ago