দিল্লি থেকে

মাস্ক পরে সাকিবদের অনুশীলন, ঘাটতির জায়গা নিয়ে কাজ

মাস্ক পরে সাকিবদের অনুশীলন, ঘাটতির জায়গা নিয়ে কাজ
দিল্লিতে অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: একুশ তাপাদার

বায়ু দূষণে কি সমস্যা হচ্ছে? মাস্ক পরে নেটের দিকে যেতে থাকা হাসান মাহমুদকে জিজ্ঞেস করতে বললেন, 'সবার না, আমার একটু সমস্যা হয় এসবে।' হাসানের মতন এদিন মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেল শরিফুল ইসলাম, সাকিব আল হাসানকেও। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথও ছিলেন মাস্ক পরিহিত।

শনিবার সকাল থেকে দিল্লির আবহাওয়া যেমন ছিল তাতে এদিনও অনুশীলন হবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। দুপুরে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ছাড়িয়ে গেলো চারশো। দূষণের এই মাত্রা অবশ্য বিকেল নাগাদ কিছুটা সহনীয় হলো। সন্ধ্যায় তাই ঠিকই অনুশীলন করেছে বাংলাদেশ। তবে চার বছর পর দিল্লিতে ব্যাট-বলের প্রস্তুতি নিতে মাস্ক পরতে দেখা গেল ক্রিকেটারদের।

২০১৯ সালে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগেও লিটন দাসদের মাস্ক পরে নামতে দেখা গিয়েছিল। সেই সিরিজের আগে জুয়াড়ির তথ্য গোপন করে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সাকিব তাই বাংলাদেশের হয়ে এই মাঠে প্রথম নামবেন।

নিজের ব্যাটে রান খরা, দলের বাজে পারফরম্যান্স মিলিয়ে চাপে থাকা বাংলাদেশ অধিনায়ক নেটে ব্যাট করতেও নামেন মাস্ক পরে। সহকারী কোচ নিক পোথাসকে নিয়ে শুরুতে করেন শর্ট বলের অনুশীলন।

পোথাস শর্ট বল ছুঁড়ছিলেন, সাকিব মারছিলেন পুল। এবার বিশ্বকাপ তিনবার শর্ট বলে আউট হয়েছেন সাকিব। কখনো কাট করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। কখনো পুল করতে গিয়ে সংযোগ করতে পারেননি, তুলে দিয়েছেন সহজ ক্যাচ। ছয় ম্যাচ খেলে ১৭.৩৩ গড়ে বিশ্বকাপে সাকিবের মোট রান ১০৪। রান তো পাচ্ছেনই না, ক্রিজে তার উপস্থিতিও ভীষণ অস্বস্তিকর। এই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব। শর্ট বলের অনুশীলন সেরে পরে নেট বোলারদের বিপক্ষে নিজেকে ঝালিয়েছেন।

অনুশীলনে এদিন সবার আগে নেটে প্রবেশ করেন নাজমুল হোসেন শান্ত। থ্রো ডাউনে ফুলার লেন্থের বল খেলার চেষ্টা চালান তিনি। যারা থ্রো ডাউন করছিলেন তাদের প্রতি তার নির্দেশনা ছিল, 'একটাও পেছনে না, সব সামনে ফেলবে।' শান্ত এবার একাধিক ম্যাচে ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। তার প্রস্তুতিটাও যে নির্দিষ্ট ঘাটতি নিয়ে তা স্পষ্ট।

শান্তর ঠিক পাশের নেটে স্পিনারদের সামলাতে যান মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটটি বেশ এবড়ো-খেবড়ো। মূলত অসমান বাউন্স সামলানোর প্রস্তুতি নিতেই বানিয়ে রাখা হয়েছে। নাসুম আহমেদ ও স্থানীয় নেট বোলারদের সামলাতে গিয়ে বারবার পরাস্ত হয়ে মাহমুদউল্লাহ এক পর্যায়ে মজা করে বলে উঠেন, 'দিজ উইকেট ইজ ভেরি তেছড়া-বেছড়া।'

এদিন দলের অনুশীলনে আসেননি পেসার মোস্তাফিজুর রহমান ও ওপেনার লিটন দাস। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে গিয়েছিলেন লিটন। শুক্রবারই অবশ্য দিল্লিতে এসে দলে যোগ দেন তিনি। শনিবার তিনি ছিলেন বিশ্রামে।

Comments

The Daily Star  | English

BDR carnage rooted in 'long-term plot', says investigation commission

It was abetted by intelligence failures, gross negligence, and the involvement of several political figures, according to the commission chief

23m ago