অন্যের ফোন থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন যেভাবে

যখন আমাদের মনে পড়ে, অন্যের পিসি বা ফোনে ফেসবুক লগইন করা আছে তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি তৈরি হয়।
কিবোর্ডের ওপর ফেসবুকের লোগো। প্রতীকী ছবি: রয়টার্স
কিবোর্ডের ওপর ফেসবুকের লোগো। প্রতীকী ছবি: রয়টার্স

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত, ফেসবুক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। সেই ফেসবুকের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার অন্যতম ও গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিজের নয় এমন সব ডিভাইস থেকে লগআউট করা।

নানা প্রয়োজনে আমরা অনেক সময়ই আমাদের বন্ধু বা সহকর্মীদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুকে লগইন করে থাকি। এমন কী, সামনে কোনো কম্পিউটার পেলে আর হাতে কিছুটা সময় পেলেও তা করা হয়।

কিন্তু কাজ শেষ হবার পরে অনেকেই আমরা লগ আউট করতে ভুলে যাই। এখানেই ঘটে যেতে পারে বিপত্তি।  আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগইন করা থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়বে, তেমনি নিজের অজান্তে বড় কোনো বিপদেও পড়ে যেতে পারেন।

যখন আমাদের মনে পড়ে, অন্যের পিসি বা ফোনে ফেসবুক লগইন করা আছে তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি তৈরি হয়।

আসুন জানা যাক, কীভাবে আমরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টটি দূর থেকে লগ আউট করতে পারবো।

লগইন করা ডিভাইসের সামনে না থেকেও যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন

প্রথমেই আপনার ডিভাইস থেকে ফেসবুকে লগইন করুন।

ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে সিকিউরিটি এন্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন।

সেটিংস অপশনে সিকিউরিটি এন্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন।
সেটিংস অপশনে সিকিউরিটি এন্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন।

সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে।

কোন কোন ডিভাইসে লগইন করা আছে, তা এখানে দেখতে পাবেন
কোন কোন ডিভাইসে লগইন করা আছে, তা এখানে দেখতে পাবেন

একই সাথে আপনি জানতে পারবেন ডিভাইস গুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন। সেখানে থাকা ডিভাইসগুলো থেকে যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি বাছাই করে লগ আউট করতে পারবেন। এছাড়াও, আপনি see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন।

see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন।
see more বাটনে ক্লিক করে নিচে থাকা log out all sessions অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন।

এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।
এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

অন্যান্য সামাজিক মাধ্যমেও একই প্রক্রিয়ায় লগআউট করতে পারবেন।

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago