আসছে সিরি ও অ্যালেক্সার মতো বাংলাদেশি ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট অ্যাপ ‘সাথী’

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এই অ্যাপ ব্যবহারকারীর ভয়েস কমান্ড বা কন্ঠস্বর অনুযায়ী নির্দেশ মেনে প্রয়োজনীয় তথ্য দেবে এবং বিভিন্ন অ্যাপের কার্যক্রমের সমন্বয় করবে।
মোবাইল অ্যাপ। প্রতিকী ছবি: পিক্সাবে
মোবাইল অ্যাপ। প্রতিকী ছবি: পিক্সাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক একটি অ্যাপ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই অ্যাপের নাম দেওয়া হয়েছা 'সাথী'।  

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মার্ট বাংলাদেশ অ্যাসিসট্যান্ট অ্যাপ 'সাথী' ব্যবহার করে মোবাইল এয়ারটাইমভিত্তিক সরকারি সেবার ফি পরিশোধ, স্মার্ট আর্টিক্যাল সংগ্রহ (চিঠি, ডকুমেন্ট, পার্সেল), স্মার্ট মোবাইল ডাকঘর এবং স্মার্ট পোস্ট বক্সের মতো স্মার্ট সেবা পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি অ্যাপলের সিরি ও অ্যামাজনের অ্যালেক্সার মতো কাজ করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এই অ্যাপ ব্যবহারকারীর ভয়েস কমান্ড বা কন্ঠস্বর অনুযায়ী নির্দেশ মেনে প্রয়োজনীয় তথ্য দেবে এবং বিভিন্ন অ্যাপের কার্যক্রমের সমন্বয় করবে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ডাক বিভাগ নাগরিকদের আরো উন্নত সেবার আওতায় আনার জন্য সমন্বিতভাবে কাজ করছে। আইসিটি বিভাগের আওতাধীন সংস্থা এটুআই এই উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, এ মাসের মধ্যেই 'সাথী' অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন মাহমুদ নেওয়াজ জয়

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League, caving in to demands from the student movement against discrimination.

45m ago