ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে ৫৫  শূন্য পদে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে ৫৫  শূন্য পদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সিভিল সার্জনের কার্যালয় ৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি (ল্যাব) এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি-৭০ শব্দ, বাংলায়-৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ, বাংলায়-২৫ শব্দ।

বেতন:  ১০,২০০-২৪,৬৮০ টাকা   (গ্রেড ১৪)

পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।

বেতন:  ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ৪০টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

জেলা কোটা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা হতে হবে। শুধু 'মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)' পদে বাংলাদেশের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।  

বয়সসীমা: ১৭ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ আগস্ট সকাল ১০টা।
 
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা। 

আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ (http://cstgn.teletalk.com.bd) -এ আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ উল্লিখিত ১ নম্বর পদের জন্য ৪৩৪ টাকা, ক্রমিক নম্বর ২-৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ক্রমিক নম্বর ৮ পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। 

অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত বা ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সঙ্গে যেমন- বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago