আজ থেকে ঢাবির হলে থাকতে পারবেন না বহিরাগতরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত ও অতিথিদের ছাত্রদের হলগুলোতে অবস্থান নিষিদ্ধ করেছে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন জানান, ২ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই হলে থাকতে পারবেন। অন্য কেউ হলে থাকতে পারবেন না।
Comments