৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।
৪৩তম বিসিএসের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর সময়ের মধ্যে ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, গত বছরের ১৯ মার্চ দেশের ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। এরপর ১ আগস্ট দেওয়া ফলাফলে দেখা গেছে, ২১ হাজার ৫৬ জন প্রিলিতে উত্তীর্ণ হন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ২ হাজার ১৬৬টি ক্যাডার পদে নিয়োগে ৪১তম বিএসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সেই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নিয়োগ হবে ৮৯২ জন। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন। একইসঙ্গে পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নেওয়া হবে।

এ ছাড়াও, তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন নিয়োগ পাবেন।

Comments