ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের মনোনয়নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
বাম জোটের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম বৃহস্পতিবার রিট করেন। রিটে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফরহাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন জানান, রিটে ফরহাদের মনোনয়নপত্র বাতিলের জন্য হাইকোর্টের কাছে আরজি জানানো হয়েছে।
তিনি বলেন, বিচারপতি মো. হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
আদালতে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
Comments