মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাত, আহত ১৮

বজ্রপাতে আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় ১৮ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।  

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৈয়দা শামীমা আক্তার বলেন, বজ্রপাতে আহত ১৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে। এ ছাড়া, কয়েকজন কানে ঠিকমতো শুনছেন না।

বজ্রপাতে আহত রমজান আলী কলেজের শিক্ষার্থী সজিব হোসেন জানান, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টের নক আউট পর্বের খেলা ছিল আজ। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে বিকেলে সাড়ে ৪টার দিকে বজ্রপাত হয়।

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Bangladesh is one of those nations that face pressure from Washington to decouple their manufacturing industries from Chinese suppliers, according to officials familiar with trade negotiations.

11h ago