‘হাওয়া’র টিকিট না পেয়ে আমি হতাশ নই, খুশি: নূতন

‘ওরা ১১ জন’-খ্যাত অভিনেত্রী নূতন মুক্তির প্রথম দিনেই হলে গিয়ে ‘হাওয়া’ দেখতে চেয়েছিলেন। কিন্তু, টিকিট পাননি।
নূতন
নূতন। ছবি: সংগৃহীত

'ওরা ১১ জন'-খ্যাত অভিনেত্রী নূতন মুক্তির প্রথম দিনেই হলে গিয়ে 'হাওয়া' দেখতে চেয়েছিলেন। কিন্তু, টিকিট পাননি।

টিকিটের জন্য তিনি কয়েক জায়গায় ফোনও করেছেন। সবখানেই 'টিকিট শেষ হয়ে গেছে' শুনেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নূতন আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'চঞ্চল চৌধুরী আমার অনেক প্রিয় অভিনেতা। তার অভিনয় ভালো লাগে। এই শিল্পীর "হাওয়া" আজ দেখতে চেয়েছিলাম, কিন্তু টিকিট পেলাম না।'

'এই সিনেমার গান আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'টিকিট না পেয়ে আমি হতাশ নই বরং খুশি। বাংলা সিনেমার গৌরব ফিরে আসুক। "হাওয়া" আমি দেখব। টিকিট পেলেই দেখব। "হাওয়া", "পরাণ" ও "দিন দ্য ডে" যেভাবে আশার আলো ছড়াচ্ছে তা দেশের সিনেমার জন্য অনেক আনন্দের।'

'জয় হোক বাংলাদেশের সিনেমার। শিল্পী হিসেবে এমন ঘটনা দেখে যেতে পারাটাও তৃপ্তির।'

প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করা নূতন বলেন, 'এক সময় আমাদের সিনেমার টিকিট ব্ল্যাকে বিক্রি হতো। কী যে সুদিন ছিল বাংলা সিনেমার! তারপর ধীরে ধীরে সব হারিয়ে গেল।'

'আমি চাইব এখন যেভাবে দর্শকরা হলে আসছেন, টিকিট পাচ্ছেন না, এই ধারাবাহিকতা যেন ধরে রাখা হয়। তাহলেই সিনেমার সোনালি দিন ফিরে আসবে। যদি ধারাবাহিকতায় ভাটা পড়ে তাহলে হবে না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago