দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ-বেতন বাড়ানোর দাবিতে আজও মিরপুরে পোশাককর্মীদের বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পথে নেমেছেন পোশাককর্মীরা।
পোশাককর্মীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছবি: পলাশ খান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পথে নেমেছেন পোশাককর্মীরা।

আজ সোমবার সকাল ৮টা থেকে পোশাককর্মীরা কাফরুল থানার আশেপাশে বিক্ষোভ শুরু করেন।

ছবি: পলাশ খান।

কাফরুল থানার ডিউটি অফিসার হেলেনা পারভীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পোশাককর্মীরা মিরপুর ১০, ১৪ ও আশেপাশের রাস্তা বন্ধ করে দেন। তারা এ সময় বিভিন্ন গাড়িতে ভাঙচুর করেন। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে।

ডেইলি স্টারের ফটোসাংবাদিক পলাশ খান জানান, পোশাকর্মীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশেকে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে দেখা গেছে।

এদিকে সড়ক আটকে বিক্ষোভের কারণে সকাল থেকেই মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।

Comments