শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল কারাগারে

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
মকবুল হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

৩ দিনের রিমান্ড শেষে আজ বুধবার নিউমার্কেট থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হালদার অর্পিত ঠাকুর তাকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ আদেশ দেন।

তবে তার আইনজীবীর জামিন আবেদনের ওপর বিচারক আগামীকাল শুনানি করবেন।

এ তথ্য নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতা মকবুল ওই সংঘর্ষের ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আদালতের কাছে আবেদন করা হয়।'

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সপ্তাহে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও দলের ঢাকা দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য মকবুলকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়।

পরদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে, আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments