বিজয়ী হয়েছি, ফল কে মানল না কিছু আসে যায় না: এমপি বাহার

সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। ছবি: স্টার

কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেছেন, 'আমরা বিজয়ী হয়েছি। ফলাফল কে মানল, কে মানল না তাতে কিছু আসে যায় না। অনেক কাউন্সিলরও মানবে না রেজাল্ট।'

আজ বুধবার রাতে নির্বাচনের ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

ফলাফল ঘোষণার পর নৌকার নির্বাচনী অফিসে আরফানুল হক রিফাত ও এমপি বাহার। ছবি: স্টার

এ সময় তিনি বলেন, 'এখানে একটা নাটক দেখলাম। আমি বাসায় ছিলাম, রেজাল্ট দেখছিলাম। কখনো আমি আগানো কখনো তারা আগানো। ৭২টি কেন্দ্রে আমি দেখেছি রিফাত ১৪০০ ভোটে আগানো। এরপর সিইসি বললেন যে তিনি বাথরুমে যাবেন। তখন সাক্কুর লোকজন সমর্থকরা শ্লোগান দেওয়া শুরু করল। রেজাল্ট দিতে তারা আটকে গেলেন। এটা কুমিল্লার সবাই দেখেছে।'

'সেখানে দেখেছি সাক্কু যদি আগায়, তাহলে সবাই হাততালি দেয়। আমরা যদি আগাই, তাহলে কেউ হাততালি দেয় না। এরপর আমাদের লোকজন শ্লোগান দিলে, সবাইকে বের করে দেওয়া হলো। আগে কিন্তু বের করেনি,' বলেন সংসদ সদস্য বাহার।

'এরপর সাক্কু সাহেব টিভির সামনে বললেন, "আমি ৯০০ ভোটে এগিয়ে আছি। আমাকে তারা দাওয়াত দিয়েছে।" আমি জানতে চাই তাকে কে দাওয়াত দিয়েছে। এই ব্যাখ্যাটা নির্বাচন কমিশন যেন আমাদের দেয়,' যোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর নির্বাচনের ফল প্রত্যাখ্যান প্রসঙ্গে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেন, 'কে মানল, কে মানল না তাতে কিছু আসে যায় না। অনেক কাউন্সিলরও মানবে না রেজাল্ট।' 

তিনি বলেন, 'অনেক জায়গায় কিছু সমস্যা হয়েছে। তারপরও আমরা বিজয়ী হয়েছি। বিভিন্ন জায়গায় নৌকার ব্যাজ পরা লোকদের বের করে দিয়েছে। আমি ডিসিকে জানিয়েছি।'  

বিজয়ী প্রার্থী সম্পর্কে তিনি বলেন, 'আরফানুল রিফাত একজন ত্যাগী পরীক্ষিত নেতা। ছাত্রলীগ করতেন তিনি। তিনি মানুষের জন্য কাজ করবেন।'

 

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago