বেসরকারিভাবে শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত

বোরো মৌসুমে দামের ঊর্ধগতি নিয়ন্ত্রণ করে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি সংস্থাগুলোকে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বৈঠকের রেজুলেশনের সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।' 

'তবে কৃষক এবং সংশ্লিষ্ট অন্যান্যরা যেন এ সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করব আমরা', যোগ করেন তিনি।

অবৈধভাবে চাল মজুদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, 'সরকার অবৈধভাবে চাল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। ইতোমধ্যেই ভোক্তারা অভিযানের সুফল পাচ্ছেন।'

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসএম রেজাউল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অংশ নেন।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও খাদ্য মন্ত্রণালয়ের সচিবও অংশ নেন।

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মাত্র ৭ দিনে মোটা ও চিকন চালের দাম বেড়েছে যথাক্রমে ৫ দশমিক ৩৮ শতাংশ এবং ৩ দশমিক ১৭ শতাংশ।

বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago