বিডিকম-কনকক্সের যৌথ যাত্রার যুগপূর্তি

দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের হাত ধরে ২০০৫ সালে দেশে মোটরগাড়ি ট্র্যাক করার প্রযুক্তি ভেহিকেল ট্র্যাকিং সার্ভিসের (ভিটিএস) যাত্রা শুরু। 
বিডিকম
যুগপূর্তি উপলক্ষে বিডিকম অনলাইন ও কনকক্স ইনফরমেশনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের হাত ধরে ২০০৫ সালে দেশে মোটরগাড়ি ট্র্যাক করার প্রযুক্তি ভেহিকেল ট্র্যাকিং সার্ভিসের (ভিটিএস) যাত্রা শুরু। 

এ যাত্রায় ২০০৯ সালে বিডিকমের সঙ্গী হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম ভিটিএস ও আইওটি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান কনকক্স ইনফরমেশন টেকনোলজি। 

এই যৌথ যাত্রার যুগপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিকম অনলাইন।

যুগপূর্তি উদযাপন ও সংবাদ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সফর করেন কনকক্স ইনফরমেশন টেকনোলজির দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ডিরেক্টর মেলোডি চ্যান।

রোববার বিডিকম অনলাইনের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী বিগত বছরগুলোতে বিডিকমকে সহযোগিতা করার জন্য মেলোডি চ্যানকে ধন্যবাদ জানান।  

তিনি সরকারের প্রতি ভিটিএস আমদানির ওপর উচ্চকর প্রত্যাহারের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে মেলোডি চ্যান সড়ক দুর্ঘটনা রোধ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোল্ড চেইন ম্যানেজমেন্টে ভেহিকেল ট্র্যাকিংয়ের প্রয়োজনীয়তা, বিজনেস ডেভেলপমেন্ট ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের বৈধ চ্যানেলে নিয়ে আসা ডিভাইস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মেলোডি চ্যান বাংলাদেশে ভিটিএস সেক্টরে বিডিকম অনলাইনের অগ্রগামী ভূমিকার প্রশংসা করে বলেন, 'বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য ও টেকসই হিসেবে জনপ্রিয় কনকক্সের ফ্ল্যাগশিপ ভেহিকল ট্র্যাকিং ডিভাইস জিটি০৬এন এবং ইকোনমিক মডেল সিরিজ ভিজি০৩ এর একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বিডিকম অনলাইন।'

বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) প্রেসিডেন্ট এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, 'সরকার অনুমোদিত ট্রাকিং ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত, বাণিজ্যিক ও গণপরিবহন ব্যবস্থাপনা, চালকের গতিবিধি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। তবে বাজারে অবৈধ ও অননুমোদিত ট্র্যাকিং ডিভাইস অবাধে ক্রয়-বিক্রয়ের কারণে একদিকে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি গ্রাহকও সঠিক সার্ভিস পাচ্ছে না।'

সব ধরনের যানবাহনে সরকার অনুমোদিত ভেহিকল ট্র্যাকিং সিস্টেমে বাধ্যতামূলক করার জোরালো দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh, Qatar ink 10 cooperation documents

Bangladesh and Qatar today signed 10 cooperation documents -- five agreements and five MoUs -- to strengthen ties on multiple fronts and help the relations reach a new height

49m ago