বিনামূল্যে উইন্ডোজ আপগ্রেডের ‘বাগ’ দূর করল মাইক্রোসফট

মাইক্রোসফট প্রতিনিয়ত উইন্ডোজের কার্যকারিতা উন্নয়নের জন্য হালনাগাদ করে থাকে। ছবি: সংগৃহীত

মাইক্রোসফট তাদের ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ ও ৮ থেকে বিনামূল্যে ১০ অথবা ১১ তে আপগ্রেড করার একটি বাগ দূর করেছে। 

গতকাল রবিবার মাইক্রোসফটের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

আনুষ্ঠানিকভাবে এই সুবিধা বন্ধ হয় ২০১৬ সালের জুলাই মাসে। তবে এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা একটি কারিগরি ত্রুটি বা বাগের সুবিধা নিয়ে বিনামূল্যে আপগ্রেড অব্যাহত রেখেছিলেন।

পুরনো উইন্ডোজ ৭ অথবা ৮ এর 'কি' (KEY) ব্যবহার করে খুব সহজেই উইন্ডোজের নতুন ভার্সানে আপগ্রেড করা যেত। তবে এই বাগ বা লুপহোল এখন আর কাজ করছে না। 

প্রযুক্তি ওয়েবসাইট পিসিম্যাগ এ বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে যারা এখনো উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাদের জন্য বিনামূল্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড সুবিধা অব্যাহত থাকছে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের সারফেস ইভেন্টে আরও কিছু ঘোষণা দেয়, যেমন উইন্ডোজ ১১ এ পাসওয়ার্ড ব্যবহার না করে লগইন করার সুবিধা এবং মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তার টুল কোপাইলটের নতুন কিছু ফিচার।

আগস্টে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ৩০ বছর পর টেক্সট এডিট করার অ্যাপ ওয়ার্ডপ্যাড বন্ধ করতে যাচ্ছে তারা।

 

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

9h ago