এস আলমের সম্পদ কিনবেন না: গভর্নর

এস আলম গ্রুপ, সাইফুল আলম, আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক,
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আহসান এইচ মনসুর। ছবি: মো. মেহেদী হাসান/স্টার

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আহসান এইচ মনসুর।

তিনি বলেন, এস আলম গ্রুপ ব্যাংকে বন্ধক রাখা হয়নি এমন সম্পদ বিক্রির চেষ্টা করছে।

'অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হবে,' বলেন গভর্নর।

'সুতরাং এই ব্যবসায়ী গ্রুপের সম্পদ কেউ কিনবেন না।'

এর আগে, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে। যে ব্যাংকগুলোতে এস আলম ও তার আত্মীয়দের শেয়ার আছে।

Comments

The Daily Star  | English

Fakhrul alleges conspiracy to delay polls, urges BNP to resist

"Efforts are being made to create division and pit different state institutions against each other"

34m ago