আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন কিনব: মাহিয়া মাহি

মাহিয়া মাহি। ছবি: স্টার

আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য দলটির মনোনয়ন ফরম কিনবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

আজ মঙ্গলবার বিকেলে মাহি নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আগামী ২৯ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগ কার্যালয় থেকে 'চাঁপাইনবাবগঞ্জ-২' আসনের উপনির্বাচনের জন্য তিনি মনোনয়ন কিনবেন। 

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমে আমার ইচ্ছা ছিল আমার স্বামী রাকিব সরকার এখান থেকে উপনির্বাচনে অংশ নিক। অনেক ভেবে আমি নিজেই আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য মনোনয়ন নিচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে আরও এগিয়ে  যেতে চাই।' 

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। এই আসনের উপনির্বাচনে অংশ নিতে কিছুদিন আগে থেকেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি। 

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago