নির্বাচনে ২৭ দলের ১৮৯৬ প্রার্থী, প্রত্যাহার ৩৪৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মোট ৩৪৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে।

এবারের নির্বাচনে নেই বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল।

২০১৪ সালের নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। বিএনপি ও অন্যান্য বিরোধী দল ওই নির্বাচন বর্জন করেছিল। ২০১৮ সালের নির্বাচনে ৩৯টি দল অংশ নিলেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বেশ কয়েকটি দল।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

6m ago