কখনো ভাবিনি হিন্দি সিনেমায় অভিনয় করব: জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে ভারতে আছেন। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসর বসেছে গোয়ায়। সেখানে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা 'কড়ক সিং'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আজ বুধবার।

ভারত থেকে টেলিফোনে আজ সকালে দ্য ডেইলি স্টারকে জয়া আহসান বলেন, 'আজকের দিনটি আমার জন্য বিশেষ। অনেক খুশির একটি দিন। অভিনয় জীবনে স্মরণীয় হয়ে থাকবে দিনটি।'

কড়ক সিং সিনেমার অভিনয়শিল্পীরা আজ ফেস্টিভ্যাল লালগালিচায় হাঁটবেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'কড়ক সিং'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আজ বিকেল ৫টায়। পরিচালক, সহশিল্পী, জুরিসহ নানা দেশের সিনেমাপ্রেমীদের সঙ্গে বসে জয়া তার অভিনীত সিনেমাটি দেখবেন।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া বলেন, 'খুবই ভালো লাগছে। নতুন একটা জার্নি। ক্যারিয়ারে নতুন কিছু এটা। পুরোটাই ভালোলাগার।'

'প্রচণ্ড ব্যস্ত সময় কাটছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে। ভারতসহ নানা দেশের, নানা ভাষার মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। সিনেমাকে ভালোবাসেন, এমন মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে, গল্প হচ্ছে। অনেক ব্যস্ত সময় পার করছি', বলেন তিনি।

কড়ক সিং সিনেমার ট্রেলার ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এটা ভারতে লোকজন কীভাবে নিয়েছে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'কড়ক সিংয়েল ট্রেলার ভারতে বেশ ভালোভাবে নিয়েছে। সবাই প্রশংসা করছেন। আজ তো ওয়ার্ল্ড প্রিমিয়ার, দেখা যাক সবাই কীভাবে নেন।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কে তিনি বলেন, 'পরিচালকের সঙ্গে পরিচয় ছিল। অনেক মেধাবী তিনি। কিন্তু তার সঙ্গে কাজ হবে ভাবিনি। তার ওপর হিন্দি ভাষার সিনেমা। আমার ভাষা তো বাংলা। কখনো ভাবিনি হিন্দি সিনেমায় অভিনয় করব। যাই হোক চ্যালেঞ্জ হিসেবেই নিই প্রস্তাবটা পাওয়ার পর। শিল্পীর কাজই চ্যালেঞ্জ নেওয়া। শিল্পী সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমিও নিয়েছি।'

পঙ্কজ ত্রিপাঠি মতো শক্তিশালী অভিনেতার সঙ্গে অভিনয়ের বিষয়ে জয়া বলেন, 'তিনি ভীষণ ভালো মানুষ। চমৎকার একজন মানুষ। তার স্ত্রীও অসাধারণ একজন মানুষ। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা সবাই মিলে দারুণ সময় পার করছি। খাচ্ছি, গল্প করছি, সিনেমা দেখছি। ভীষণ উপভোগ করছি।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

'হিন্দি সিনেমাটিতে আমার চরিত্রটিও দারুণ। সত্যি কথা বলতে প্রস্তাবটি পাওয়ার পর খুব রোমাঞ্চিত ছিলাম', বলেন তিনি।

কড়ক সিং ছাড়াও জয়া আহসান অভিনীত প্রথম ইরানি সিনেমা 'ফেরেশতে' আজ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বিকেল সাড়ে তিনটায়। এই বিষয়ে জয়া বলেন, 'প্রথমবার ইরানি সিনেমায় অভিনয় করেছি। আমার জন্য বড় অভিজ্ঞতা এটা।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

এক প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, 'আমার অভিনীত চারটি সিনেমা তো দেখবই, পাশাপাশি অন্যদের সিনেমাও দেখব। জানি না কতগুলো দেখতে পারব। ইচ্ছে আছে অনেকগুলো সিনেমা দেখার।'

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

1h ago