২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রামে ২ জনের মৃত্যু

dengu-graphics-1_1_2_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩০ জন।

আজ সোমবার জেলা সিভিল সার্জন অফিসের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন, সাবরিনা সুলতানা ও আবদুল গনি।

সাবরিনা নগরীর সদরঘাট ও গনি বাকলিয়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তারা মারা যান।

পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পর সাবরিনা গত বৃহস্পতিবার ও গনি গত শনিবার চমেকে ভর্তি হন বলে জানান সিভিল সার্জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে চট্টগ্রামে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

3h ago