কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
আল-কাদির ট্রাস্ট মামলা, ইসলামাবাদ হাইকোর্ট, ইমরান খান,
ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গনে রেঞ্জার্সের পাহারা। ১২ মে, ২০২৩। ছবি: এএফপি

আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান ইমরান।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, আদালত প্রাঙ্গণের বাইরে পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে এবং গেটের সামনে কাঁটাতার বসানো হয়েছে।

বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরান খানের জামিন আবেদনের শুনানি করবেন।

তবে, শুনানি শুরু করতে বিলম্ব হচ্ছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

ডন নিউজ টিভি জানিয়েছে, ইমরানের বিরুদ্ধে সব মামলার শুনানিরি অনুরোধ করেছে পিটিআই।

ইসলামাবাদ হাইকোর্টের বাইরের ফুটেজে দেখা গেছে, পিটিআই প্রধানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিচ্ছেন বিপুল সংখ্যক আইনজীবী।

ডন নিউজ টিভির খবরে বলা হয়, সকাল সাড়ে ১১টার কিছু পর সাবেক প্রধানমন্ত্রীকে বায়োমেট্রিক পরীক্ষার জন্য আদালতের ডায়েরি শাখায় নিয়ে যাওয়া হয়।

Comments