ইমরান খানের জামিন শুনানি মুলতবি করে বিচারকদের আদালত কক্ষ ত্যাগ

আল-কাদির ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে ‘বেআইনি’ আখ্যায়িত করার একদিন পর ইসলামাবাদ হাইকোর্ট জামিনের আবেদন গ্রহণ করেছেন।
ইমরান খান, পিটিআই, ইসলামাবাদ, পাকিস্তান,
ইমরান খান। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন আবেদনের শুনানি মুলতবি করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বিশেষ ডিভিশন বেঞ্চ আদালত কক্ষ ত্যাগ করেছেন বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জিও নিউজ জানিয়েছে, বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ এক ঘণ্টা দেরিতে আদালত কক্ষে শুনানি শুরু করেন। মুলতবি শেষে স্থানীয় সময় দুপুর আড়াইটায় পুনরায় শুনানি শুরু হওয়ার কথা।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিনের আবেদনের শুনানি জুমার নামাজ শুরু হওয়ার পরপরই স্থগিত করা হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে 'বেআইনি' আখ্যায়িত করার একদিন পর ইসলামাবাদ হাইকোর্ট জামিনের আবেদন গ্রহণ করেছেন।

গ্রেপ্তারের সময় তাকে ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল কি না, আদালতের এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, 'এনএবি কর্মকর্তারা আমাকে ল্যান্ডলাইনের মাধ্যমে আমার স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিলেন।'

 

Comments