গাজায় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২ সেনা

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শত্রুর গুলির আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি।  তবে এই ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।’
রাফায় বিধ্বস্ত ইসরায়েলি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত
রাফায় বিধ্বস্ত ইসরায়েলি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রাথমিক তদন্তে জানা গেছে, শত্রুর গুলির আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি।  তবে এই ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আহত সাত সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টার ধ্বংসের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। হেলিকপ্টারটি দক্ষিণ গাজার শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।

গাজার যুদ্ধে ইসরায়েল প্রচুর হেলিকপ্টার ব্যবহার করেছে। ফাইল ছবি: রয়টার্স
গাজার যুদ্ধে ইসরায়েল প্রচুর হেলিকপ্টার ব্যবহার করেছে। ফাইল ছবি: রয়টার্স

এই দুই সেনা নিহতের ফলে ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরুর পর মোট নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাসের কাছে জিম্মি হন ২৫০ জন ব্যক্তি, যাদের মধ্যে ৯৭ জন এখনো গাজায় আছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এই ৯৭ জনের মধ্যে ৩৩ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

হামাসের হামলার দিনেই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। এখন পর্যন্ত এই নির্বিচার ও গণহত্যামূলক হামলায় গত ১১ মাসে ৪১ হাজার ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago