আজ শেষ হচ্ছে শিল্পী তিশার একক চিত্র প্রদর্শনী ‘সেলফ রিফ্লেকশান’

শিল্পী ফাহমিনা ইসরাত আহমেদ তিশার একক চিত্র প্রদর্শনীতে অতিথিরা। ছবি: স্টার

চট্টগ্রামের খুলশীস্থ চিত্রভাষা গ্যালারিতেআজ শেষ হচ্ছে শিল্পী ফাহমিনা ইসরাত আহমেদ তিশার একক চিত্র প্রদর্শনী।  'সেলফ রিফ্লেকশান' শীর্ষক চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছিলো ২৪ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৩টায়।

প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রশিল্পী নাজলী লায়লা মনসুর। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গবেষক ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক  শীলা মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন ও  অনুবাদক আলম খোরশেদ। 

প্রদর্শনীতে শিল্পীর ব্যক্তিগত জীবনের আবেগ, ভালোবাসা, একাকিত্বসহ নানান অনুভূতির সমন্বয়ে ১৫ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। যা শিল্পীকে এককভাবে নিজস্ব যাত্রায় শিল্পী হয়ে উঠতে সাহায্য করে। শিল্পী প্রবাস জীবন এবং দেশে ফেলে আসা স্মৃতি  নিয়ে চিত্রকর্মগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হতে চলেছে। দেশান্তর, সামাজিক সমস্যা, রাজনৈতিক বক্তব্য সহ শিল্পীর নানান বিচিত্র ভাবনা উঠে আসে এ প্রদর্শনীর মাধ্যমে। ফাহমিনা তিশার সর্বাত্বক প্রয়াস ছিলো তার চিত্রকর্মের মাধ্যমে মানবতাকে তুলে ধরা।

আজ শেষ দিনে থাকছে শিল্পী ফাহমিনা তিশার সাথে দর্শকদের বিশেষ আর্টিস্ট টক। যেখানে শিল্পী এবং দর্শক তাদের ভাবনা বিনিময় করবেন বিকালে। 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago