বইমেলায় বিদায়ের সুর, পর্দা নামছে আজ

অনেক আশার বইমেলায় বেজে উঠছে বিদায়ের সুর। পর্দা নামছে আজ লেখক প্রকাশক পাঠকদের অমর একুশে বইমেলার। তবে অন্য যে কোনো মেলার তুলনায় এবার শুরু থেকেই সিদ্ধান্তই ছিল বিশৃঙ্খল, আজ পর্যন্ত বিক্রি নেমেছে অর্ধেক, এমন হতাশা নিয়ে শেষ হচ্ছে মেলা।
শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কেউ কেউ ক্যাটালগ দেখে সংগ্রহ করে নিচ্ছেন পছন্দের বই। বিক্রি হচ্ছে অনেক নতুন লেখকের বইও। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় প্রকাশকদের মুখে হাসি নেই। তবে প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। সবার অবস্থাই মোটামুটি এরকম।
কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, এবারের বইমেলায় ভিড়ও অনেক কম। কেউ কেউ বই দেখে দেখে চলে যাচ্ছে। কিন্তু আমাদের বই নির্বাচিত, পাঠকও তেমন। ফলে আমাদের আগ্রহ সারাবছর। তাই মেলা নিয়ে খুব আশাবাদী ছিলাম না।
স্টলকর্মীরা জানান, এখনো প্রতিদিন শতাধিক বই আসছে মেলায়। এটি শেষ দিন পর্যন্ত চলতে থাকে। তবে অন্যবার মেলায় শেষদিকে যে ভিড় হয়; এবার তা নেই। কিন্তু শেষ দিকে এসে কেউ মেলা থেকে খালি হাতে ফিরছেন না বলে জানান তিনি।
এদিকে চাপা ক্ষোভ দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের স্টলের অবহেলা নিয়ে। এই প্রসঙ্গে লেখক ও গবেষক কাজল রশীদ শাহীন বলেন, 'মেলাকে ঘিরে আয়োজক কর্তৃপক্ষের বাণিজ্য কিন্তু কম হয় না। কিন্তু মান ও সেবা উন্নতকরণে তাদের কোনো আন্তরিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। মেলা হবে সকল মানুষের মিলিত হওয়ার আরামদায়ক একটা জায়গা। অথচ মেলার চরিত্রের ভেতরে আমরা মানুষের ভোগান্তি-অস্বস্তি ও কষ্টকে অনিবার্য করে তুলেছি। এতো ত্যাগের পর বইমেলা আমাদের হতাশ করেছে।
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, জুলাই গণ অভ্যুত্থান চিন্তা, বইমেলায় আমাদের নতুন দরজা খুলে দিয়েছেন। কিন্তু শহীদের ত্যাগের কথা মনে করে তাদের নিয়ে রচনা করতে হবে দেশপ্রেমের গল্প। ছড়িয়ে দিতে হবে সারাদেশে।
এবার বাংলা একাডেমি পুরষ্কার পাওয়া শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব বলেন, কেবল বইমেলাতে বই প্রকাশ না করে আমাদের সারাবছর বই প্রকাশ করা উচিৎ। না হলে বইমেলার ক্ষণিক উত্তেজনার পর বই আমাদের মনোযোগ থেকে সরে যায়।
তবে মেলার শুরু থেকেই, অতিরিক্ত বইয়ের দাম ও মানহীন বা সম্পাদনা ছাড়া বই নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে অনেক লেখকদের। তারা নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।
এদিন নতুন বই এসেছে গতকাল ১৭২টি। এ নিয়ে এই পর্যন্ত মেলায় মোট নতুন বই এসেছে দুই হাজার ৭২৩টি। এর মধ্যে উপন্যাসের বই সবচেয়ে বেশি, তারপরই কবিতা।
জুলাই'র গল্প'
বইমেলায় আমাদের আয়োজন 'জুলাই'র গল্প' মঞ্চের শেষ আয়োজনে এসেছিলেন নাজিফা জান্নাত ও কানিজ ফাতেমা জাবিন। উপস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিম। কথা বলেন জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও চলমান রাজনৈতিক বোঝাপড়া নিয়ে।

সমাপনী অনুষ্ঠান
আজ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন 'অমর একুশে বইমেলা ২০২৫—এর সদস্য সচিব সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব মোঃ মফিদুর রহমান।
অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
Comments