ফিলিপাইন কোস্ট গার্ডের জাহাজে চীনের লেজার রশ্মি

ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের কোস্ট গার্ডের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে 'সামরিক গ্রেডের' লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। এতে জাহাজের কিছু ক্রুর চোখ ধাধিয়ে যায় এবং তারা সাময়িক অন্ধত্বের শিকার হন।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঘটনার সময় উভয় জাহাজ দক্ষিণ চীনের বিতর্কিত জলসীমায় অবস্থান করছিল।

ফিলিপাইনের কোস্ট কার্ড তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে আরও জানায়, চীনের জাহাজটি তাদের জাহাজের মাত্র ১৩৭ মিটারের 'বিপদজনক' দূরত্বে চলে আসে। দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে ফেসবুকে সবুজ লেজার রশ্মি দেখা যাচ্ছে এরকম কিছু ছবি পোস্ট করেছে সংস্থাটি।

এই অভিযোগের বিষয়ে সিএনএন চীন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

৬ ফেব্রুয়ারি আইয়ুনজিন শোল (দ্বিতীয় টমাস শোল নামেও পরিচিত) নামের জায়গায় এই ঘটনা ঘটে। এটি স্প্রাটলি দ্বীপ শৃঙ্খলে অবস্থিত, যেটি চীনে নানশা দ্বীপপুঞ্জ নামে পরিচিত।

চীন দক্ষিণ চীন সমুদ্রের প্রায় ১৩ লাখ বর্গমাইল এলাকা ও এতে অবস্থিত বেশিরভাগ দ্বীপের ওপর 'প্রশ্নাতীত সার্বভৌমত্ব' দাবি করে। এর মাঝে রয়েছে ছোট ছোট ১০০ দ্বীপ ও প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত স্প্রাটলিস দ্বীপপুঞ্জ। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও এই দ্বীপপুঞ্জের অনেক অংশের পুর্ণ অথবা আংশিক দাবিদার।

ফিলিপাইন এ অঞ্চলটিকে পশ্চিম ফিলিপাইন সমুদ্র নামে অভিহিত করে। ১৯৯৯ সালে এ অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ফিলিপাইন বিআরপি সিয়েরা মাদ্রে নামে নৌবাহিনীর একটি পরিবহন জাহাজ রেখে দেয়।

৬ ফেব্রুয়ারি ফিলিপাইনের অপর এক জাহাজ বিআরপি মালাপাসকুয়া সিয়েরা মাদ্রের জন্য রসদ নিয়ে আগানোর সময় চীনের জাহাজ তাদেরকে বাধা দেয়।

কোস্ট গার্ডের বিবৃতি অনুযায়ী, 'চীনের জাহাজ থেকে ২ বার বিআরপি মালাপাসকুয়ার উদ্দেশ্যে সবুজ রঙের লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়। এতে জাহাজের কিছু ক্রু সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারান। এছাড়াও চীনের জাহাজটি মাত্র ১৫০ গজের বিপদজনক দূরত্বে চলে আসে'।

 

বিবৃতিতে আরও বলা হয়, 'ফিলিপাইনের সরকারি বিআরপি সিয়েরা মাদ্রে জাহাজে উপস্থিত সামরিক কর্মীদের জন্য খাদ্য ও রসদ বহনকারী জাহাজটিকে বাধা দেওয়া পশ্চিম ফিলিপাইন্স সমুদ্রে ফিলিপাইনের সার্বভৌম অধিকারের অবমাননা এবং লঙ্ঘন'।

এর আগেও চীনের জাহাজ থেকে অন্য জাহাজের উদ্দেশ্যে লেজার প্রক্ষেপণের অভিযোগ এসেছে।

ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের জাহাজ থেকে তাদের জাহাজের উদ্দেশ্যে ‘সামরিক গ্রেডের’ লেজার রশ্মি প্রক্ষেপণ করা হয়েছে। ছবি: ফিলিপাইনের কোস্ট গার্ডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

৬ ফেব্রুয়ারির ঘটনার অল্প দিন আগে ম্যানিলা ওয়াশিংটনকে ফিলিপাইনের আরও বেশ কিছু সামরিক ঘাটিতে মার্কিন সামরিক বাহিনীকে প্রবেশাধিকার দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়। উল্লেখ্য, ম্যানিলা ও ওয়াশিংটনের মাঝে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

২ ফেব্রুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, এই উদ্যোগ 'এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকির সৃষ্টি হয়েছে'। 

আজ সোমবার প্রকাশিত ফিলিপাইনের কোস্ট গার্ডের বিবৃতিতে দাবি করা হয়, আগস্ট মাসেও সিয়েরা মাদ্রের উদ্দেশ্যে রসদ নিয়ে যাওয়ার সময় অপর এক নৌযানকে চীন বাধা দেয়।

ফিলিপাইন কোস্ট গার্ডের প্রধান অ্যাডমিরাল আর্তেমিও এম আবু জানান, চীনের কোনো উদ্যোগে ফিলিপাইনের জলসীমার কোনো কার্যক্রম বিঘ্নিত হবে না।

Comments

The Daily Star  | English
Bangladesh-Myanmar border landmine explosion

Bangladesh-Myanmar border: Landmine-related injuries on the rise

Having lost her right leg in a landmine explosion, Nur Kaida, a 23-year-old Rohingya woman, now feels helpless at a refugee camp in Teknaf.

12h ago