ভারত

দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেপ্তার

ইতোমধ্যে আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় আইনগত নিরাপত্তা চেয়ে কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২১-২২ সালে দিল্লি সরকার ওই আবগারি নীতি প্রণয়ন করেছিল। পরে এ নীতি বাতিল করা হলেও, এ নিয়ে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

মামলায় ইতোমধ্যে আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল শুক্রবার সকালে শীর্ষ আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা আছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে একই সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করা হয়েছে।

ইডির দাখিল করা চার্জশিটে কেজরিওয়ালের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে। 

এতে বলা হয়, অন্যান্য অভিযুক্তরা আবগারি নীতি প্রণয়নের জন্য কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করে এবং অনৈতিক সুবিধা দিয়েছে।

কেজরিওয়াল এর আগে এ মামলায় ইডির একাধিক সমন এড়িয়ে গিয়েছিলেন।

Comments